নোবিপ্রবি-তে মেশিন লার্নিং সেমিনার

৬ মার্চ, ২০২০ ১৫:৫৪  
কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ডাটার নানামাত্রিক ব্যবহারের মাধ্যমে জীবনকে আরো স্বাচ্ছন্দ্যময় করা যায়। এ জন্য প্রয়োজন ডাটা শ্রেণীবদ্ধ ও প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণ জ্ঞান। শিক্ষার্থীদের মধ্যে এই প্রযুক্তি জ্ঞান পৌঁছে দিতে বৃহস্পতিবার (৫ মার্চ) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত হয় বিশেষ সেমিনার। “মেশিন ইন্টেলিজেন্স ফর এভরিওয়ান” শিরোনামে এই সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগ। সেমিনারে প্রধান বক্তা ছিলেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক মোঃ শাহরিয়ার সেতু। দুই ঘণ্টা ব্যাপী এই সেমিনারে শুরুতে মেশিন ইন্টেলিজেন্স সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়া হয়। এরপর যেকোনো বিষয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ, প্রাথমিক পর্যায়ে মেশিন ইন্টেলিজেন্স বিষয়ক প্রকল্পগুলো কিভাবে শুরু করে সে বিষয়ে আলোকপাত করা হয়। একইসঙ্গে মেশিন ইন্টেলিজেন্স বিষয়ক প্রবন্ধ ও গবেষণা প্রবন্ধ লেখার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। সেমিনারে নোবিপ্রবির বিভিন্ন বিভাগের প্রায় ৩২ জন শিক্ষার্থী সেমিনারে অংশ নেয় এবং মেশিন ইন্টেলিজেন্স বিষয়ক প্রকল্প শুরু করতে তাদের আগ্রহ প্রকাশ করেছে।